সেলফির টান, টয়ট্রেন থেকে পড়ে পর্যটকের মৃত্যু

সেলফির টানে ফের মৃত্যু। এবার টয়ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পর্যটকের। ৫ অক্টোবর হুগলির রিষড়ার বাসিন্দা প্রদীপ সাকসেনা, তাঁর স্ত্রী ও এক মেয়েকে নিয়ে দার্জিলিং-এ বেড়াতে যান। ৯ তারিখ টয় ট্রেন চেপে দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘুম স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে জোরাখোলায় প্রদীপ সাকসেনা ট্রেনের দরজা খুলে সেলফি তুলতে যান। সেই সময় আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট পান প্রদীপ। দার্জিলিং-এর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রিষড়ার বাড়িতে দেহ পাঠানোর ব্যবস্থা করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আত্মীয়দের বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন তিনি। এদিকে দুর্ঘটনার খবরে রিষড়ায় বাঙুর পার্কে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন-মালবাজারে সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি, মৃত ১

 

Previous articleমালবাজারে সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি, মৃত ১
Next articleবামেদের সঙ্গে জোট চাই, সোনিয়ার কাছে মান্নান