তরুণ সংঘের হয়ে কার্নিভাল মাতালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত মেগা পুজো কার্নিভালে ছিল চাঁদের হাট। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের একঝাঁক তারকা। কেউ কেউ ছিলেন বিভিন্ন পুজোর শোভাযাত্রায়, আবার কেউ কেউ ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে।

এদিন যেমন রেড রোডের পুজো কার্নিভালে বাঘাযতীন তরুণ সংঘের হয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। তাঁকে নৃত্যানুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। যা ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো।

ছবি- প্রকাশ পাইন