বিজেপি-তৃণমূলে ‘মক ফাইট’ চলছে, তুঙ্গে বোঝাপড়া, কটাক্ষ অধীর চৌধুরির

“বিজেপি-তৃণমূলে বোঝাপড়া তুঙ্গে। বাইরে ‘মক-ফাইট’ চলছে। এ কারনেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে হচ্ছে না”। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগই করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি।

তাঁর দাবি, মুখে রাষ্ট্রপতি শাসনের কথা বললেও বিজেপি নেতারা এবিষয়ে সিরিয়াস নন। একটা ‘মক-ফাইট’ চলছে।
অধীর চৌধুরি বলেন, “এ রাজ্যের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানাচ্ছেন। আমার মনে হয় যদি সত্যিই সেই ধরনের পরিস্থিতি থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। কিন্তু, আমাদের প্রশ্ন হল বিজেপি নেতারা বাইরে যা বলছেন ভিতর থেকে সেই বিষয়ে কতটা সিরিয়াস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই পনজি স্কিমের তদন্ত ঢিমেতালে চলছে। তাহলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও বোঝাপড়া হয়েছে? আর তাই বিজেপি নেতাদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। আদৌও তাঁরা এই বিষয়ে কতটা সিরিয়াস তা নিয়েও প্রশ্ন উঠছে।”

Previous articleত্রিপুরা স্টেট রাইফেলসের আগ্নেয়াস্ত্র বিপ্লব দেবের ছেলের হাতে
Next articleতরুণ সংঘের হয়ে কার্নিভাল মাতালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা