Monday, November 17, 2025

ব্যাঙ্কের ধাঁচে এবার এটিএম কার্ড আনছে পোস্ট অফিস। চিপ নির্ভর এই এটিএম কার্ড সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যবহার করতে পারবেন। বেশ কয়েকটি ডাকঘরে ইতিমধ্যে কার্ড পৌঁছে গিয়েছে। তবে, শুধু পোস্ট অফিসেই নয়, ওই কার্ড গ্রাহকরা ব্যাঙ্কের এটিএমেও ব্যবহার করতে পারবেন। এই কার্ডের জন্য আলাদা টাকা দিতে হবে না। পাশাপাশি, কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে লেনদেনে কোনও বাড়তি খরচও হবে না।

কয়েক বছর আগেই এটিএম কার্ডের ব্যবহার শুরু করেছিল ডাক বিভাগ। খোলা হয় এটিএম কাউন্টারও। কিন্তু তার সংখ্যা এতই কম, যে খুঁজে পেতে হিমশিম খান গ্রাহকরা। রাজ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ পোস্ট অফিসের আমানতকারী, সেখানে এটিএম বড়জোর ১০০। তা ছাড়া ওই কার্ডগুলি অন্য কোথাও ব্যবহার করাও যেত না। ফলে তা নিয়ে আগ্রহ দেখাননি গ্রাহকরা।

রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই চিপ বেসড এটিএম কার্ড পোস্ট অফিসে পাঠানো শুরু হয়েছে। এই কার্ড ব্যাঙ্কের এটিএমগুলিতেও ব্যবহার করা গেলেও, পিওএস মেশিন বা শপিংয়ের জন্য ব্যবহার করা যাবে না।

প্রচার না থাকায় ডাকঘরের এটিএম কার্ডে কথা সামনে আসেনি। ব্যাঙ্কের এটিএম কার্ডে গ্রাহকদের বাড়তি খরচ গুণতে হয়। বেশি কার্ড ব্যবহারে দিতে হয় বাড়তি চার্জও। সেই সমস্যা কিন্তু পোস্ট অফিসের এটিএম কার্ডে থাকছে না। ফলে, গ্রাহকরা উপকৃত হবেন বলে আশা ডাক বিভাগের।

আরও পড়ুন-জিয়াগঞ্জ খুন নিয়ে অবশেষে মুখ খুলে কী বললেন অপর্ণা সেন?

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version