কলকাতা-সহ একাধিক পুর-ভোটের দামামা বাজাতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ খসড়া কর্মসূচি ঠিক থাকলে নভেম্বর মাসের মাঝামাঝি ব্রিগেডে জনসভা করতে পারেন মোদি৷ নরেন্দ্র মোদিকে দিয়ে ব্রিগেডে জনসভা করানোর লক্ষ্যে বঙ্গ- বিজেপির অন্দরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

বঙ্গ-বিজেপির দাবি, লোকসভা নির্বাচনের সাফল্যের ধারা পুরসভার নির্বাচনেও বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেড থেকে রাজ্যবাসীর কাছে আবেদন জানাবেন ৷
