Monday, November 17, 2025

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শেষলগ্নে আজ তিলোত্তমার রাজপথে মেগা কার্নিভাল। এবার যা চতুর্থবর্ষে পা দিতে চলেছে। গত তিন বছর দারুণ সাফল্য ও জনপ্রিয়তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ রেড রোডে এই কার্নিভাল আয়োজন করেছে। এবারও কার্নিভালকে মেগা হিট করাতে তৎপর রাজ্য সরকার। তবে আশঙ্কা ছিল বৃষ্টি নিয়ে। কিন্তু বঙ্গবাসীকে সু-খবর শুনিয়েছে হাওয়া অফিস। দুর্গাপুজো কার্নিভালে বৃষ্টির সম্ভবনা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ শক্তি হারাচ্ছে। এর ফলে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও বৃষ্টি নামানোর মতো ক্ষমতা নেই সেটির। এর ফলে আজ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ-সহ সারা রাজ্যেই আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, কলকাতা-সহ সারা রাজ্যেই কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। মৌসুমি বায়ু এখনও উপস্থিত থাকায় কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। তবে তা জনজীবনে খুব একটা প্রভাব ফেলার মতো নয় বলে মনে করেন তিনি।

দুর্গাপুজোর আগেই এবার আবহাওয়া অফিস জানিয়েছিল, পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে। নবমী-দশমীতে বাড়বে বৃষ্টির প্রকোপ। পুজোর দিনগুলিতে রাজ্যের নানা জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে পুজো শেষে একাদশীর দিন কলকাতা ও রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে অংশগ্রহণকারী ও আয়োজক ও আগ্রহী বঙ্গবাসীকে আবহাওয়ার এই পূর্বাভাস স্বস্তি দেবে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version