বিরাট কোহলি কেন তাঁকে পৃথিবী সেরা উইকেট কিপার বলেন, ফের বুঝিয়ে দিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। এদিন ঊমেশ যাদবের বলে ডি ব্রুইনের ক্যাচ প্রথম স্লিপে যায়। দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। কিন্তু শরীর ছুড়ে সে ক্যাচ ধরলেন একেবারে একশো শতাংশ আস্থা নিয়ে। প্রথমে রোহিত, পরে বিরাট ছুটে এসে জড়িয়ে ধরেন ঋদ্ধিমানকে। ধারাভাষ্য দেওয়া প্রাক্তন ক্রিকেটাররাও প্রশংসায় পঞ্চমুখ।

Kohli + Saha = Catch special
what a catch from wriddhiman saha …#saha#ViratKohli#INDvsSA https://t.co/iEzdPsEGUo
— CricInfo (@keralacricinfo) October 12, 2019
আরও পড়ুন – সম্মান বাঁচিয়েও ফলো অন রুখতে পারল না দক্ষিণ আফ্রিকা
