প্রয়াত মহাকাশে হাঁটা প্রথম মানব

প্রয়াত হলেন মানব ইতিহাসে প্রথমবার মহাকাশে পদচারণাকারী অ্যালেক্সি লিওনোভ। ১৯৬৫ সালে এই নজির গড়েছিলেন তৎকালীন সোভিয়েত রাশিয়ার এই মহাকাশচারী।

রাশিয়ার রাজধানী মস্কোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর সহকারী নাতালিয়া ফিলিমোনোভা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অ্যালেক্সি। মস্কোর বার্ডেনকো হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।