সমুদ্র সৈকতে প্লাস্টিক অভিযানে সাত সকালে প্রধানমন্ত্রী

পরণে কালো ট্র‍্যাকশুট আর কালো গেঞ্জি। মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে দেশজুড়ে প্লাস্টিক বর্জনের অসাধারণ বিজ্ঞাপনটি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্র সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল আর প্লাস্টিক ব্যাগ কুড়োতে শুরু করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে সমুদ্র সৈকত সাফাই অভিযান করলেন একাই প্রধানমন্ত্রী। প্লাস্টিকের বোতল আর ব্যাগগুলিকে একটি বস্তায় ভরে তিনি এক হোটেল কর্মীর হাতে তুলে দিলেন। দেশকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে এইভাবেই উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী। কেন্দ্র প্রথমে অক্টোবরেই প্লাস্টিক ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেয়। পরে সিদ্ধান্ত বদলে তা প্রচারে নিয়ে গিয়ে জনমানসে চেতনা তৈরির পথ নেয়। ২০২২ নাগাদ প্লাস্টিক নিষিদ্ধ করার ভাবনায় সরকার।

Previous articleপ্রয়াত মহাকাশে হাঁটা প্রথম মানব
Next articleমহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে মুদ্রা চালুর ঘোষণা ব্রিটেনেরপাক বংশোদ্ভূত অর্থমন্ত্রীর