ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন দীপাবলির আগে, 24 অক্টোবর

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন হবে দীপাবলির আগে, আগামী 24 অক্টোবর।

প্রায় 35 বছর আগে, 1984-র এই 24 অক্টোবর-ই এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বা নেতাজি ভবনের মধ্যে যাতায়াত শুরু করেছিল দেশের প্রথম মেট্রোরেল। তাই ওই ‘শুভ’ দিনই এবারও স্থির করেছে ভারতীয় রেলবোর্ড। দিন নির্দিষ্ট হওয়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রো সূচনার
শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।
সল্টলেক সেক্টর-5 থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যের মোট 6টি স্টেশন। সূত্রের খবর, 15, 16 ও 17 অক্টোবর সল্টলেক সেক্টর-5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম, এই 6 স্টেশনের মধ্যে ‘সার্ভিস ট্রায়াল’ KMRCL শেষ করে ফেলবে। গত 6 আগস্ট চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশকুমার পাঠক ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফেজ-1 পরিদর্শন করেছিলেন। তিনি রিপোর্টে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে যাত্রী পরিবহণের উপযুক্ত ঘোষণা করেছিলেন। ওদিকে, রেলবোর্ড চাইছিল কোনও ‘বিশেষ দিনে’ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করতে। কমিশনার অফ রেলওয়ে সেফটি-র ছাড়পত্র 30 নভেম্বর পর্যন্ত বৈধ থাকবে। ওই তারিখের মধ্যে ফেজ-1 চালু না করলে আবার নতুন করে ছাড়পত্র পেতে হবে। তাই রেলবোর্ড আর বিলম্বে রাজি নয়। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে 24 অক্টোবরকেই।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleসুদীপের হিন্দমোটরের বাড়িতে এবার লক্ষ্মীপুজো করবেন প্রীতমা