এয়ার ইন্ডিয়ার এয়ারবাসের পাইলটদের গণপদত্যাগ

আবার ধাক্কা এয়ার ইন্ডিয়ার। বেতন আর পদোন্নতি নিয়ে বারবার দাবি উপেক্ষিত হওয়ায় এয়ারবাস এ-৩২০-র প্রায় ১২০জন পাইলট গণপদত্যাগ করলেন। পাইলটরা বলছেন, বাজার এখন মুক্ত, ফলে তাঁদের নতুন চাকরি পেতে অসুবিধা হবে না।

এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে লোকসানে চলছে। প্রায় ৬০ হাজার কোটি টাকার বেশি দেনার জেরে বিলগ্নিকরণের পথে যেতে চাইছে সরকার। তার পরিপ্রেক্ষিতেই পাইলটদের দাবি কার্যত উপেক্ষিতই থাকছে বহুদিন ধরে। তাঁদের সাফ কথা, ম্যানেজমেন্টের উচিত, আমাদের অভিযোগ শোনা। বেতন আর পদোন্নতির দাবি আমাদের বহুদিন থেকে ঝুলে রয়েছে। কিন্তু কোনও প্রতিশ্রুতিই দিতে পারছেন না ম্যানেজমেন্ট। পাইলটদের এখনই বেতন কাঠামো পরিবর্তন করা উচিত। পাইলটরা সময়ে বেতন পান না। আবার বিশাল পরিমাণ ঋণও মেটাতে হয় নির্দিষ্ট সময়ে। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে। প্রথমে ৫ বছর কম বেতনে চুক্তিতে পাইলটরা চাকরি করেন। ৫ বছর পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের স্থায়ী করা হয় না, বেতনও বৃদ্ধি করা হয় না। এটা দীর্ঘদিন চলতে পারে না। আবেদনে কাজ হয়নি, তাই চরম পথে যেতে বাধ্য হলাম।

আরও পড়ুন-মোদির প্লাস্টিক কুড়নোর ছবি এবং কিছু প্রশ্ন

 

Previous articleমোদির প্লাস্টিক কুড়নোর ছবি এবং কিছু প্রশ্ন
Next articleরাজ্যজুড়ে বিজেপির গান্ধী সংকল্প যাত্রার ঘোষণা দিলীপ ঘোষের