Wednesday, August 20, 2025

এলাকার উন্নতির আশা নিয়ে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির উদ্যোগ হয়েছিল। কিন্তু তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। অনেকেরই মতে 34 বছরের বাম জমানার পতনের মূল কারণ সিঙ্গুরের কারখানা এবং তাকে ঘিরে গড়ে ওঠা সিঙ্গুর আন্দোলন। বাংলায় ধুয়ে মুছে গিয়েছে লালেরা। রাজ্যে এখন ঘাসফুলের দাপট। শীর্ষ আদালতের নির্দেশে অনিচ্ছুক কৃষকরা তাঁদের জমি ফিরে পেয়েছেন। তাহলে কি ফসল ঘরে তোলার আনন্দে তাঁদের ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা? কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সিঙ্গুর কিন্তু সে কথা বলছে না। সেখানে বেশিরভাগ ঘরে লক্ষ্মীর আরাধনা হচ্ছে না। কারণ কৃষকদের মতে এখানে এখন অলক্ষ্মীর বাস।

400একর জমি নিয়ে শুরু হয় আন্দোলন। টাটার ন্যানো কারখানার জন্য দুর্গাপুর হাইওয়ের পাশে অবস্থিত সেই জমির ৬০০ একর জমি দিতে আগ্রহী হলেও বাকি ৪০০ একরে বাধ সাধেন অনিচ্ছুক কৃষকরা। সেই লড়াই আজ ইতিহাস। শীর্ষ আদালতের রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জমি ফেরত পেয়েছেন চাষীরা। ফেরত দেওয়া জমিতে কি সত্যিই চাষ হচ্ছে? না, সে জমি চাষের যোগ্য নয় বলেই মত কৃষক এবং কৃষি বিশেষজ্ঞদের। সিঙ্গুরের বহু মানুষই কিন্তু আজ বলছে টাটার সঙ্গে-সঙ্গে সিঙ্গুরের লক্ষ্মীও চলে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেইসমস্ত মানুষদের বক্তব্য আজ সিঙ্গুরে অলক্ষ্মী বিরাজ করছে। যেদিন আবার লক্ষ্মী আসবে সেদিন ঘরে-ঘরে কমলালয়ার পুজো হবে। সেই কারণে কোজাগরীর আলোয় আলোকিত নয় সিঙ্গুরের মাটি। সেখানে শুধু অপেক্ষা নিজের বাড়ির ভাঁড়ারে লক্ষ্মীর অধিষ্ঠানের।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version