রাজীবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনও আবেদন নেই সিবিআইয়ের

সোমবার সুপ্রিম কোর্টে রাজীবকুমারের আগাম জামিন খারিজের বিষয়ে কোনো তৎপরতা দেখালো না সিবিআই। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খতিয়ে দেখে আইনি বিভাগের পরামর্শ নিচ্ছে তারা। যদি দেখা যায় সুপ্রিম কোর্টেও হারের ভয় আছে, তাহলে সুপ্রিম কোর্টে আদৌ বিষয়টি নিয়ে যেতে নাও পারে সিবিআই। তবে এটাও ঠিক, শুধু সোমবারের নিষ্ক্রিয়তা দেখে কিছু অনুমান করা ঠিক হবে না। সিবিআই হয়ত বিকল্প কৌশলও নিতে পারে।

আরও পড়ুন – মঙ্গলবার ফের কোর্ট, জামিন চাইবেন মির্জা

Previous articleমঙ্গলবার ফের কোর্ট, জামিন চাইবেন মির্জা
Next articleযুবভারতীর গ্যালারি ভর্তি নিজেদের সমর্থকদের সামনে চাপে থাকবে ভারতই, দাবি বাংলাদেশ অধিনায়কের