সৌরভের প্রথম তিন এজেন্ডা

দায়িত্ব নিয়ে সৌরভ যা যা করতে চাইছেন, তারমধ্যে প্রথমিক তিন কর্তব্য —

১. প্রথম কাজ প্রথম শ্রেণির ক্রিকেটের দিকে নজর দেওয়া। এর আগে সিওকে বলেও কাজ হয়নি।

২. রঞ্জিট্রফির দিকে নজর দেওয়া। টুর্নামেন্ট আরও আকর্ষণীয় করা আর ক্রিকেটার তুলে আনার মঞ্চ করতে হবে।

৩. ক্রিকেটারদের আর্থিক স্বার্থ ফের খতিয়ে দেখা হবে। বিশেষত অবসর নেওয়া ক্রিকেটারদের সুযোগ সুবিধা ও গ্রেডেশন প্রথার উন্নতি।

আরও পড়ুন- সৌরভের হাত ধরে বাংলার ক্রিকেটের উন্নতি হবে বলে আশাবাদী সম্বরণ