ট্রাম্পকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে শীর্ষ রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি

ইনস্টাগ্রামে তিন কোটি ফলোয়ার সংখ্যা ছাড়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যার জেরে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশ্বের সবথেকে বেশি অনুসরণকারী বিশ্বনেতার শিরোপা অর্জন করলেন তিনি।

মোদির পরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিষয়ে বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা ট্যুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এবং তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হল।’

প্রসঙ্গত, গত মাসেই ট্যুইটারে ৫ কোটি ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে মোদির।

Previous articleশেষপর্যন্ত শোভনকে ছেঁটেই ফেলল বিজেপি, গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তর
Next articleজিয়াগঞ্জ : ৬দিন পরেও অধরা খুনিরা, ফোনের কললিস্টেই লুকিয়ে সূত্র!