অভিজিতের নোবেল জয়ে বাঙালি হিসাবে গর্বিত : সৌরভ

বাঙালির নোবেল জয় নিয়ে আর এক বাঙালির প্রশংসার বন্যা। সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, আমি জানি না বাঙালি হিসাবে সিএবির প্রেসিডেন্ট হওয়াটা কতটা কৃতিত্বের। তবে বাঙালি হয়ে নোবেল পুরস্কার জেতাটা এক বিশাল কৃতিত্বের। নোবেল প্রাইজ অনেক বড় ব্যাপার, অনেক বড় কৃতিত্বের। তার সঙ্গে কোনও কিছুরই তুলনা চলে না। ইটস আ হিউজ থিং। অভিজিৎবাবুকে অভিনন্দন জানাচ্ছি। বাঙালি হিসাবে আমি তাঁর জন্য গর্বিত। অমর্ত্য সেনের পর তিনি নোবেল পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার জন্য গর্বিত।

আরও পড়ুন-পুরভোটের আগেই দলীয় সমীক্ষায় নামছে তৃণমূল, বৈঠকে এলেন না মমতা

 

Previous articleবিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ায় সৌরভকে শুভেচ্ছা বীরু-লক্ষ্মণের
Next articleচ্যালেঞ্জ নিতে তৈরি, কলকাতায় নেমেই পুরনো মেজাজে সৌরভ