চ্যালেঞ্জ নিতে তৈরি, কলকাতায় নেমেই পুরনো মেজাজে সৌরভ

বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে কলকাতায় পা দিয়েই বাংলার মহারাজ বললেন, দারুন লাগছে। একটা নতুন দায়িত্ব। দায়িত্ব পালনের চেষ্টা করব।

সৌরভপ্রেমী আর অসংখ্য ক্যামেরার ঝলকানির মাঝে সৌরভ দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন ঠিক বিকেল ৫.১৭ মিনিটে। বললেন, আমাদের টিমটায় প্রত্যেকেই কম বয়সী। আমি ৪৬, জয় ৩১। অরুণেরও কম বয়স। রয়েছেন মিস্টার ভাটিয়া। সব মিলিয়ে নতুন টিম। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।

প্রথম টার্গেট ফার্স্ট ক্লাস ক্রিকেটের খোল নলচে বদলে দেওয়া। আমরা শুধু উপরের দিকে তাকাতে অভ্যস্ত। আমরা এবার গ্রাউন্ডে ফিরব। হ্যাঁ, আমরা পাল্টে দেব। কথায় সেই চেনা সৌরভের আত্মবিশ্বাস।

টিম কোহলি নিয়ে বললেন, ওরা চ্যাম্পিয়নের মতো খেলছে। হ্যাঁ ওঁরা বড় টুর্নামেন্ট হয়তো জেতেনি। কিন্তু ওঁরা জেতার ক্ষমতা রাখে। আমার বিশ্বাস পরের টি-২০ বিশ্বকাপই হয়তো জিতবে।

আরও পড়ুন-অভিজিতের নোবেল জয়ে বাঙালি হিসাবে গর্বিত : সৌরভ

 

Previous articleঅভিজিতের নোবেল জয়ে বাঙালি হিসাবে গর্বিত : সৌরভ
Next articleসন্ত্রাসবাদ দমনে মিডিয়া পলিসি বদল করা দরকার, বললেন ডোভাল