Saturday, November 15, 2025

খুনের কিনারায় অসন্তোষ, জিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি

Date:

জিয়াগঞ্জে স্কুল শিক্ষকের সপরিবারে খুনের ঘটনার 7 দিনের মধ্যে কিনারা করল পুলিশ ও সিআইডি। পুলিশি জেরায় অভিযুক্ত উৎপল বেহেরা নাকি স্বীকার করেছেন, একাই গিয়ে হাঁসুয়ার কোপে তিনজনকে খুন করেছেন তিনি। কারণ হিসেবে অর্থলগ্নি, রশিদ না দেওয়া এবং তার প্রেক্ষিতে বন্ধুপ্রকাশের সঙ্গে বচসার কথা জানিয়েছেন অভিযুক্ত।

ঘটনায় অনেকগুলি প্রশ্ন উঠছে। রোগা, ছোটখাটো চেহারার মানুষ একা একটি বাড়িতে ঢুকে তিনজনকে কী করে খুন করলেন?
মিনিট পাঁচেকের মধ্যে তিন-তিনটে খুন কি একা উৎপলই করেছেন? না কি তাঁর এক বা একাধিক সঙ্গী ছিল?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন হয়েছে দশমীর দিন দুপুর 12টার পরে। একে দুর্গাপুজোর সময় যথেষ্ট জমজমাট এলাকা। তারপর দুপুর 12 টায় বাড়ির সবাই যখন জেগে, তখন একজনকে প্রথম মারা হলে বাকিরা চিৎকার করেননি কেন?
কোনও তীব্র আর্তনাদ শোনা গিয়েছে বলে জানাচ্ছেন না প্রতিবেশীরা।

একজন মানুষের পক্ষে 5 মিনিটের মধ্যে তিনজন জেগে থাকা মানুষকে পরপর খুন করা কি সম্ভব?
কিনারা হওয়ার পরেও এই প্রশ্নগুলিই উঠছে জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে। আর এর ভিত্তিতেই মৃত বিউটি পালের বাপের বাড়ির লোকেরা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

উৎপলকে খুনি বলে মানতে রাজি নন তাঁরা। একই দাবি অবশ্য উৎপলের বাড়ির লোকেরও। তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন উৎপল বেহেরার মা।
এদিকে খুনের কিনারা হওয়ার পরেও সন্তুষ্ট নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, সঠিক তদন্ত করলে তবেই খুনের প্রকৃত কারণ জানা যাবে। সে ক্ষেত্রে সিআইডি নয়, সিবিআই জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে পারবে বলে মনে করেন তিনি।

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version