Thursday, August 28, 2025

কেরলের কমিউনিস্ট নেতারাই মার্কসের হাতে তুলে দিচ্ছেন বেদ,পুরাণ, রামায়ণ

Date:

তাত্ত্বিক ব্যাখ্যা যাই দিক, কার্ল মার্কসের হাতে এবার বেদ-পুরাণ তুলে দিলেন মার্কসবাদী নেতারাই। এরপর আর সরাসরি ধর্মাচরনে কমিউনিস্টদের আপত্তি থাকার কথা নয়।

কমিউনিস্ট হলে নাকি প্রকাশ্যে ধর্ম পালন বা ধর্মগ্রন্থ বা পুরাণের সঙ্গে ঘর করা যায় না। তাতে নাকি ‘আদর্শের সংঘাত’ হয়। এটাই দেশীয় কমিউনিস্টদের চালু অজুহাত। কুসংস্কারও বটে। কিন্তু ‘জয় শ্রীরাম’ -এর হুঙ্কারে এবার সম্ভবত ‘কুসংস্কার’ মুক্ত হলো ভারতের কমিউনিস্টরা।

কেরলের কমিউনিস্টরা ধর্ম নিয়ে আলোচনার আসর বসাচ্ছেন। সরাসরি দলের পতাকা না থাকলেও ওই আলোচনা-সভার সংগঠকরা CPI-দলের সঙ্গে যুক্ত। এন ই বলরাম ট্রাস্টের আয়োজনে ওই আলোচনায় বিজেপি বা গেরুয়া শিবিরের কাউকে ডাকা হচ্ছে না বলেই উদ্যোক্তারা জানাচ্ছেন। কান্নুরে আগামী 25 অক্টোবর থেকে ‘ভারতীয়ম 2019′ শীর্ষক তিন দিনের ওই আলোচনায় বেদ, উপনিষদ, বিভিন্ন পুরাণ ও মহাকাব্যের উৎপত্তি, ভাষা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক ভাবনা নিয়ে আলোচনা হবে। এই অনুষ্ঠান নিয়েই জোরালো প্রশ্ন উঠছে কেরলে।
কান্নুরে ওই আলোচনা-সভার উদ্বোধন করবেন CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজা। 3 দিনের আসরের শেষদিনে উপস্থিত থাকবেন কেরলের বাম- মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বামপন্থী সংগঠনের এমন ধর্মোদ্যোগকে চড়াসুরেই কটাক্ষ করেছে গেরুয়া-শিবির!
এই বেনজির উদ্যোগ নিয়ে CPI-এর কেরল রাজ্য নেতৃত্বের যুক্তি, এই আলোচনার সঙ্গে ধর্মচর্চা বা ধর্মপালনের কোনও সম্পর্ক নেই।
উদ্দেশ্য রাজনৈতিক অবশ্যই। তবে মূল লক্ষ্য শিক্ষাগত। পুরাণ এবং মহাকাব্যের মধ্যেও যে মূল্যবোধ ও নীতিশিক্ষা আছে, তা এখন ভুল ব্যাখ্যা করে অসৎ উদ্দেশ্যে সঙ্ঘ পরিবার ব্যবহার করছে। সেই ভুল ভাঙ্গিয়ে দিতেই এই আলোচনা সভা।

বিজেপি এই সুযোগে বামেদের একহাত নিয়েই চলেছে।কেরলের কান্নুর জেলা বামেদের সঙ্গে সঙ্ঘের রক্তাক্ত সংঘর্ষের জন্য সুবিদিত। কেরল রাজ্য বিজেপির সভাপতি পি শ্রীধরন পিল্লাইয়ের কথা, “কমিউনিস্টরাও আজ বুঝতে পারছেন, ভারতীয় সংস্কৃতি থেকে সরে গিয়েছেন বলেই মানুষের মন থেকেই তাঁরা মুছে যাচ্ছেন। সেটা সামাল দিতেই আজ বেদ, উপনিষদ নিয়ে কমিউনিস্টরা
বসছেন!” CPI-এর কান্নুর জেলা সম্পাদক পি সন্তোষ কুমারের পাল্টা বক্তব্য, ‘‘একটা সেমিনার করলেই লোকে এসে ভোট দিয়ে যাবে, এটা জানা ছিল না!’’

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version