Monday, August 25, 2025

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী মরশুম থেকেই আইএসএল খেলতে দেখা যেতে পারে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। কুয়ালালামপুরে এফসির বৈঠকের পর সোমবার এমনটাই স্পষ্ট হয়ে উঠেছে।

আগামী মরশুমে আইএসএলে দুটি দল খেলবে। এর ফলে স্বাভাবিকভাবেই মোহন-ইস্টের নাম উঠে আসছে। বৈঠকে আগামী বছরের আইএসএলে যে রোডম্যাপ দেওয়া হয়েছে, তাতে এটা স্পষ্ট যে আইএসএল খেলা মোহন-ইস্টের শুধুই সময়ের অপেক্ষা।

ফেডারেশন সচিব কুশল দাস বৈঠক শেষে এ বিষয়ে বলেন, ‘আই লিগের দুটি ক্লাব বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবের ঐতিহ্য ও ফ্যান বেস মাথায় রাখা হবে। তবে দুটি দলকেই ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হবে।’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বাংলার দুই প্রধান দলের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে ফেডারেশন ও তাদের মার্কেটিং পার্টনারদের। সুতরাং, এই বছরই ইস্টবেঙ্গল-মোহনবাগান শেষবারের মত আই লিগ খেলবে এবং আগামী বছর থেকে তাঁরা আইএসএলের মহাযুদ্ধে নামবে বলেই মনে করা হচ্ছে। এখন আই লিগের মত আইএসএলে বাংলার এই দুই প্রধান দল ঝড় তুলতে পারে কিনা, সসেটাই দেখার।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version