অবশেষে কি জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারা হল? তদন্তকারী সিআইডি অফিসারদের তেমনই দাবি। ঘটনার সাত দিনের মাথায় মৃত শিক্ষকের গ্রামের বাড়ি সাগরদিঘির সাহাপুর থেকে এক যুবককে সোমবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করেছে। সে বন্ধুপ্রকাশের পরিচিত। সেই যুবককে গ্রেফতার করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালান হয় রাতভোর। মঙ্গলবার তাকে আদালতে তুলে হেফাজতে নিতে চায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মূলত মোবাইল ট্র্যাকিং করেই বিগত ৪৮ ঘণ্টায় এই যুবকের কাছে পৌঁছনো গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা এবং আর্থিক লেনদেন নিয়ে বিবাদের কারণেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। এই দলে থাকা বাকিরা শীঘ্র পুলিশি জালে ধরা পড়বে বলে নিশ্চিত সিআইডি।
