রাজমিস্ত্রী উৎপলই কি জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের মূল চক্রী?

জিয়াগঞ্জ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজমিস্ত্রী উৎপল বেহরাই কী পুলিশের কাছে তুরুপের তাস? গতকাল রাতে সন্দেহভাজন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। কিন্তু রাতের দিকে রাজমিস্ত্রী উৎপলকে জিয়াগঞ্জ থানায় ডেকে ফের জেরা করা শুরু হয়। সেখান থেকেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে, বন্ধুপ্রকাশের কাছে সে ৪৭হাজার টাকা পেত। সেই টাকা চাইতে যায় উৎপল। কিন্তু তাকে নাকি গালাগালি করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বন্ধুপ্রকাশ। আর তারপরেই বন্ধুপ্রকাশকে খুনের পরিকল্পনা করে উৎপল। সেই কাণ্ডে তার সঙ্গে আর কারা ছিল, উৎপলকে নিয়ে তাদের কাছে পৌঁছতেই মরিয়া পুলিশ। আজ, মঙ্গলবার বিকেলের দিকে পুলিশ তদন্তের অগ্রগতির কথা সাংবাদিক সম্মেলন করে জানাবে বলে খবর।