১৪ ফুট লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার

গোপন সূত্রের খবর পেয়ে, হাসিমারা চৌপথীতে অভিযান চালিয়ে পূর্ণবয়স্ক বাঘের চামড়া উদ্ধার করল বৈকণ্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। ১৪ ফুট লম্বা চামড়া সহ বাঘের হাড় ও খুলি উদ্ধার করেন বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার দুজনকে করা হয়। ইয়ংবা নানং ও নাগমে ওয়াংডি নামে ধৃত দুজন ভুটানের বাসিন্দা। বনদফতর সূত্রে খবর, পাচারের উদ্দেশ্যে বাঘের চামড়া কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে ৩২ লক্ষ টাকায় বিক্রি করার উদ্দেশ্যে ছিল পাচারকারীদের। উওরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্কফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, এই পাচার চক্রের বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারটিকে অসম থেকে নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুন-গাড়ির ডিকি-তে পুত্র, অপহরণের অভিযোগ বাবার