জিয়াগঞ্জে শৌভিকও গ্রেফতার, তবে খুনের মামলায় না

জিয়াগঞ্জে নিহত বন্ধুপ্রকাশের পরিচিত শৌভিককেও অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। তবে খুনের মামলায় না। প্রতারণার মামলায়। যেভাবে লোকের টাকা নিয়ে লগ্নির কারবার চালাত শৌভিক, সেই মামলায়। খুনের সঙ্গে তার কোনো যোগাযোগ এখনও মেলেনি। বারকতক জেরার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-কী বলতে যাচ্ছিল উৎপল, কেন থামালেন এস পি?