কী বলতে যাচ্ছিল উৎপল, কেন থামালেন এস পি?

জিয়াগঞ্জ খুনের কিনারা নিয়ে পুলিশের সাংবাদিক বৈঠকের সময়ের ঘটনা। এস পি শ্রী মুকেশ ঘটনা বলছেন। পিছনে মুখ ঢাকা অভিযুক্ত উৎপল। যখন মুকেশ বললেন উৎপল খুনি এবং সে দোষ স্বীকার করেছে, তখনই উৎপল কিছু বলতে যাচ্ছিল। কিন্তু তাকে থামিয়ে দিয়ে এস পি বলেন,” আমরা নিশ্চিত হয়েই গ্রেপ্তার করেছি।”

প্রশ্ন হল কী বলতে যাচ্ছিল উৎপল? সে যদি দোষ কবুল করেই থাকবে, তাহলে কেন তাকে থামানোর দরকার হল?
পুলিশ নিশ্চিত উৎপল দোষী। মোটিভ স্পষ্ট। তবে উল্টো প্রশ্নও উঠছে।

এখন দেখার বিষয় উৎপল তার না বলা কথা আদালতে ঠিকভাবে বলার জন্য উপযুক্ত আইনজীবী জোগাড় করতে পারে কি না। এক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর কাজ করবে।

আরও পড়ুন – “দিদিকে বলো” পালন না করলে কড়া ব্যবস্থা

Previous articleহাসপাতাল থেকে বাড়িতে, আপাতত বিশ্রামে অমিতাভ
Next articleহার মানছে তুঘলক, দু’হাজার টাকার নোট ছাপা বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক