Monday, November 17, 2025

নোবেলজয়ীকে বর্ণাঢ্য সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করে জানালেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল ৫টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডের সপ্তপর্ণী আবাসনে অভিজিতের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন তিনি। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তথ্য ও সংস্কৃতি রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্য সরকারের তরফ থেকে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাবার্তা তুলে দেন মুখ্যমন্ত্রী। চলতি মাসের শেষেই কলকাতায় আসার কথা রয়েছে অভিজিতের। একদিনের জন্য আসবেন কলকাতায়। নোবেলজয়ী বাড়িতে এলে, তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে নির্মলাদেবীর কাছে প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কলকাতায় এলে, কীভাবে সময় পাওয়া যায়, সেই নিয়েই তাঁর মায়ের সঙ্গে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন মন্ত্রিসভার বৈঠক সেরেই নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাছে যান মুখ্যমন্ত্রী। ভারতে বাঙালি হিসেবে অমর্ত্য সেনের পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ব্যক্তি যিনি অর্থনীতিতে নোবেল পেলেন। তাঁর স্ত্রী এস্থার ডুফলো ও আর অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে এবছর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এমআইটি-র গবেষক। সোমবার নোবেল প্রাপক হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়। তারপরই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলাকে গর্বিত করার জন্য টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এরপর এদিন তাঁর মায়ের সঙ্গে দেখা করতে যান মমতা। ২০১১ ক্ষমতা এসে প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মেন্টর গ্রুপে অন্যতম সদস্য ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী আগামী শুক্রবার

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version