উৎপল খুনি? অবাক পরিচিতরা

বয়স কুড়ি। পাতলা চেহারা। হাসিমুখ। মিশুকে। ভদ্র। নেশা ছিল না।
এহেন উৎপল জিয়াগঞ্জে পাঁচ মিনিটে তিনটে খুন করেছে?
অবাক পরিচিতরা।

বাড়ি সাগরদিঘি। ঠিকাদার সংস্থার মাধ্যমে এগরায় কাজ করত, থাকত। একটি স্কুলে কাজ চলছিল। টানা কমাস ছিল। কোনো অভিযোগ নেই। পরে ঠিকাদারি গোলমালে কোনো শ্রমিক আসে নি। উৎপলও আসে নি।

আরও পড়ুন – পুলিশের কথায় সন্তুষ্ট নয় বিউটি পালের পরিবার

এখন সেই উৎপল এভাবে এতজনকে খুন করেছে জেনে সবাই অবাক। মেলাতে পারছেন না কেউ।
পুলিশের সাফ কথা, এই দুটো দিককে মেলানো যায় না। কোন্ রাগ থেকে একজন কখন কী করে বসবে, তার সঙ্গে অন্যদের অভিজ্ঞতা মিলবে না।

সাগরদিঘিতে উৎপলের গ্রামের বাড়িতে অবশ্য এলাকার মানুষ চড়াও হয়ে জানিয়েছে সেখানে আর থাকা যাবে না।

আরও পড়ুন –কী বলতে যাচ্ছিল উৎপল, কেন থামালেন এস পি?

Previous articleআমদানিতে নিষেধাজ্ঞা, জাতীয় পতাকা এবার শুধু তৈরি করবে খাদি
Next articleযথেষ্ট হয়েছে, আজই অযোধ্যা মামলার শেষ শুনানি, বললেন গগৈ