সাক্ষাৎকারেই আদিল পেলেন টিভি অ্যাঙ্কর স্ত্রীর চুমু

খুরি ইরানি। ফুটবলে টিভির পরিচিত মুখ খুরি। ঝকঝকে টিভি সঞ্চালিকা। মাস ছয়েক আগে তাঁর সঙ্গেই বিয়ে হয়েছে আদিল খানের, বাংলাদেশ ম্যাচে ভারতের মানরক্ষক গোলদাতাটির। বছরখানেকের প্রেমের পর বিয়ে। এই ম্যাচের পর নাটকীয় মুহূর্ত। যুবভারতীতেও সঞ্চালক খুরি। আর ম্যান অফ দি ম্যাচ আদিল। সাক্ষাৎকার হল। দুজনেই আবেগে ভাসলেন। আদিল পেলেন স্ত্রীর চুমুও। আদিলের কথায়,” খুরি আমার লেডি লাক। ও আমার জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছে।” গোয়ায় বাড়ি আদিলের। তিনি চান খুরি সাফল্যের সঙ্গে টিভির জগতে তাঁর কাজ করে যান।