রাজ্যপালের পদকে সবার সম্মান করা উচিত: সব্যসাচী

রাজ্যপালের পদ সাংবিধানিক। তিনি যে পদে রয়েছেন, সেই পদকে সবার সম্মান করা উচিত। বৃহস্পতিবার, রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে এই মন্তব্য করেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী। তাঁকে দক্ষিণ কলকাতার সাংগঠনিক দায়িত্ব দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিধাননগরের প্রাক্তন মেয়র। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব্যসাচী জানান, অল্পদিনের মধ্যেই রাজ্যপাল বাংলার সমস্যা বুঝতে পেরেছেন। তিনি এ রাজ্যের মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তবে, কোনও নালিশ জানাতে নয়, জগদীপ ধনকড়কে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলে জানান সব্যসাচী।