Sunday, August 24, 2025

ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠান আজ নেতাজি ইন্ডোরে

Date:

শতবর্ষের পথচলা। 1920 থেকে 2020। যে কোনও রাজনৈতিক দলের কাছেই শতবর্ষ উদযাপন নিঃসন্দেহে গৌরবের, সাফল্য-ব্যর্থতা যাই থাকুক না কেন। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শতবর্ষ ছুঁতে চলা সময়কে উদযাপন করবে সিপিএম। বর্তমান রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিবেশে আন্দোলনের অভিমুখ কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা হবে। আসলে ভারতে কমিউনিস্ট পার্টির পথচলা 100 বছর ছুঁতে চলেছে এমন এক সময়ে, যখন দেশের একটিমাত্র রাজ্য কেরালাতেই শুধু শাসনক্ষমতা তাদের নিয়ন্ত্রণে। বাকি সব রাজ্যেই বামেরা দ্রুত ক্ষয়িষ্ণু শক্তি। বিশেষত, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দলের সাংগঠনিক পরিস্থিতি যেকোনও বাম-সমর্থকের কাছেই গভীর উদ্বেগের। তবে যেহেতু নির্বাচনী জয়-পরাজয় বা ভোটশতাংশের হিসাবই সবসময় রাজনৈতিক দলের যাত্রাপথ নিয়ন্ত্রণ করে না, তাই এদেশে বামপন্থী রাজনীতি আজও প্রাসঙ্গিক। মূল ধারার রাজনীতিতে পিছিয়ে পড়লেও শ্রমিক বা কৃষক আন্দোলন বা কর্মচারী সংগঠনগুলির দাবিদাওয়া আদায়ের লড়াইয়ে বাম দলগুলির মিলিত শক্তি আজও গোটা দেশে ঈর্ষণীয়। এমনকী, এরাজ্যে ভোটের ময়দানে ক্রমশ পিছিয়ে পড়া বামেদের ব্রিগেড-সভা বা ইস্যুভিত্তিক মিছিলে আজও যে পরিমাণ ভিড় হয় তাও উপেক্ষার নয়। যদিও এই সমর্থনের শক্তিকে ভোটবাক্সে প্রতিফলিত করার ব্যাপারে বাম নেতাদের ব্যর্থতাও সমানভাবে উল্লেখ্য।

সাফল্য-ব্যর্থতার দীর্ঘ চড়াই-উৎরাই ডিঙিয়েই আজ এদেশের বামপন্থীরা ভারতে পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পালন করতে চলেছেন। শতবর্ষে প্রবেশের পর এদেশের কমিউনিস্টরা প্রাচীনত্বের নিরিখে ভারতের আরেক শতাব্দীপ্রাচীন দল কংগ্রেসের গৌরবের কাছাকাছি এলেন বলা চলে।

তবে শতবর্ষ পূর্তির অনুষ্ঠানকে শুধু অতীতের গৌরব ও সাংগঠনিক শক্তির স্মৃতিচারণে সীমাবদ্ধ রাখতে চান না সিপিএম নেতারা। কারণ বর্তমানের কর্তব্য ও সংকট নিয়ে আলোচনা আরও বেশি জরুরি। সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির শতবর্ষের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেলা একটায় শুরু। সভাপতিত্ব করবেন বিমান বসু। বক্তা তালিকায় সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম। প্রবেশ অবাধ।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version