Friday, November 14, 2025

কালীপুজোয় চমক দিতে চলেছে রামমোহন রায় রোড তরুণ সংঘ। তাদের পুজোর থিম: শতবর্ষে ইস্টবেঙ্গল। প্রদর্শনী, স্টল, স্মারক, ইলিশ মাছ, গান, সম্বর্ধনায় সাজানো হচ্ছে পুজোপ্রাঙ্গণ।

বুধবার এর আয়োজনে তরুণ সংঘের কর্তারা বৈঠক করেন ইস্টবেঙ্গলকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠক শেষে জানা গেছে আয়োজকদের সহযোগিতায় পাশে থাকছে ক্লাব।

মাতৃমূর্তির গহনা হচ্ছে লাল হলুদ রঙের। ইস্টবেঙ্গলের গৌরবের ছবির ডালি নিয়ে দুর্দান্ত ছবির প্রদর্শনী হচ্ছে। সৌজন্যে “আজকাল” পত্রিকা। স্টল থেকে পাওয়া যাবে ইস্টবেঙ্গলের ছবি ও লোগোসহ নানা স্মারক। ফ্যান ক্লাব থেকে আলাদা স্টলে থাকছে নানা ভিডিও ক্লিপিংস। ইলিশ মাছের স্টল থাকবে আলাদা। এছাড়া আরও নানা আকর্ষণ।

উদ্বোধন 25 অক্টোবর। সেদিন উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের দিকপাল তারকারা। থাকবে একাধিক চমকপ্রদ কর্মসূচি, গান।

তরুণ সংঘের বক্তব্য: মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া বাংলা অসম্পূর্ণ। দুই প্রধানের অন্যতম ইস্টবেঙ্গল। তাদের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমাদের পুজোর থিম সাজানো হচ্ছে। ইস্টবেঙ্গলের লড়ায়ের ইতিহাস প্রতিফলিত হবে পুজোর প্রাঙ্গণে। সর্বস্তরের ফুটবলপ্রেমীদের স্বাগত জানাচ্ছি আমরা।

পাড়ায় ফুটবল জনপ্রিয়। দুই প্রধান নিয়ে তরজাও তুঙ্গে। কিন্তু ইস্টবেঙ্গলের শতবর্ষকে পুজোর থিমে ফুটিয়ে তুলতে একমত সকলেই। মন্ডপ, মঞ্চ, মডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। গোটা এলাকার দখল নেবে ফুটবল।

উল্লেখ্য, গতবার “মায়ের গয়না মেয়ের হাতে” থিম করে বাজার মাত করেছিল তরুণ সংঘ। পাড়ারই এক টালির ঘরের বাসিন্দা মেয়ের হাতে তৈরি গয়না দিয়ে মা কালীসহ মন্ডপ সাজিয়ে পরের পর পুরস্কার জিতে নিয়েছিল তারা। পাড়ার তরুণীদেরই দেখা গেছিল মডেল হিসেবে। আর এবার ইস্টবেঙ্গলের শতবর্ষকে থিম করে কালীপুজোর আসরে নামছে রামমোহন রায় রোড তরুণ সংঘ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version