Sunday, August 24, 2025

কালীপুজোয় চমক দিতে চলেছে রামমোহন রায় রোড তরুণ সংঘ। তাদের পুজোর থিম: শতবর্ষে ইস্টবেঙ্গল। প্রদর্শনী, স্টল, স্মারক, ইলিশ মাছ, গান, সম্বর্ধনায় সাজানো হচ্ছে পুজোপ্রাঙ্গণ।

বুধবার এর আয়োজনে তরুণ সংঘের কর্তারা বৈঠক করেন ইস্টবেঙ্গলকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠক শেষে জানা গেছে আয়োজকদের সহযোগিতায় পাশে থাকছে ক্লাব।

মাতৃমূর্তির গহনা হচ্ছে লাল হলুদ রঙের। ইস্টবেঙ্গলের গৌরবের ছবির ডালি নিয়ে দুর্দান্ত ছবির প্রদর্শনী হচ্ছে। সৌজন্যে “আজকাল” পত্রিকা। স্টল থেকে পাওয়া যাবে ইস্টবেঙ্গলের ছবি ও লোগোসহ নানা স্মারক। ফ্যান ক্লাব থেকে আলাদা স্টলে থাকছে নানা ভিডিও ক্লিপিংস। ইলিশ মাছের স্টল থাকবে আলাদা। এছাড়া আরও নানা আকর্ষণ।

উদ্বোধন 25 অক্টোবর। সেদিন উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের দিকপাল তারকারা। থাকবে একাধিক চমকপ্রদ কর্মসূচি, গান।

তরুণ সংঘের বক্তব্য: মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া বাংলা অসম্পূর্ণ। দুই প্রধানের অন্যতম ইস্টবেঙ্গল। তাদের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমাদের পুজোর থিম সাজানো হচ্ছে। ইস্টবেঙ্গলের লড়ায়ের ইতিহাস প্রতিফলিত হবে পুজোর প্রাঙ্গণে। সর্বস্তরের ফুটবলপ্রেমীদের স্বাগত জানাচ্ছি আমরা।

পাড়ায় ফুটবল জনপ্রিয়। দুই প্রধান নিয়ে তরজাও তুঙ্গে। কিন্তু ইস্টবেঙ্গলের শতবর্ষকে পুজোর থিমে ফুটিয়ে তুলতে একমত সকলেই। মন্ডপ, মঞ্চ, মডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। গোটা এলাকার দখল নেবে ফুটবল।

উল্লেখ্য, গতবার “মায়ের গয়না মেয়ের হাতে” থিম করে বাজার মাত করেছিল তরুণ সংঘ। পাড়ারই এক টালির ঘরের বাসিন্দা মেয়ের হাতে তৈরি গয়না দিয়ে মা কালীসহ মন্ডপ সাজিয়ে পরের পর পুরস্কার জিতে নিয়েছিল তারা। পাড়ার তরুণীদেরই দেখা গেছিল মডেল হিসেবে। আর এবার ইস্টবেঙ্গলের শতবর্ষকে থিম করে কালীপুজোর আসরে নামছে রামমোহন রায় রোড তরুণ সংঘ।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version