শিম্পাঞ্জির কামড় খেলেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর

আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জি, যার পোশাকি নাম বাবু। এবার সে কামড়ে দিল তারই অভিভাবককে। চিড়িয়াখানার

ডিরেক্টর আশিষ কুমার সামন্ত- এর বাঁ হাতের আঙুলে কামড়ে দেয় বাবু।

এরপর আশিষবাবুকে প্রথমে রুবি হাসপাতাল এবং তারপর ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

আশিষ সামন্ত জানান, “এটা খুব বড় ব্যাপার নয়। হনুমান-শিম্পাঞ্জিরা আমাকে খুব ভালো করে চেনে। এর আগেও একাধিক হনুমান আমাকে কামড়েছে। এবার বাবু কামড়ালো। হাতের আঙুল সামান্য কেটে গিয়েছে। এখন আর কোনও সমস্যা নেই।”