কলকাতা-অণ্ডালে এবং চীন সীমান্তে এবার ভারতীয় বায়ুসেনার বড়সড় মহড়া শুরু হতে চলেছে। দু’দফায় এই মহড়া হবে। যে মহড়ার অঙ্গ হিসেবে গতকাল বুধবার বিকেলে কলকাতা বিমানবন্দরে বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান সুখোই-৩০ এসে পৌঁছেছে। তিনটি সুখোই কলকাতায় এসেছে বলে ফোর্ট উইলিয়াম সূত্রে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার এই মহড়া শুরু হতে চলেছে।

বায়ুসেনা সূত্রে খবর, এদিন কলকাতা বিমানবন্দরে এই মহড়া প্রায় ঘণ্টা দুই থেকে আড়াই চলবে। কলকাতা ছাড়াও ডিমাপুর, ইম্ফল ও গুয়াহাটিতেও এই মহড়া চলবে। ১৯ অক্টোবর পর্যন্ত ওই মহড়া চলবে। দ্বিতীয় ধাপে মহড়া হবে দুর্গাপুরের অণ্ডাল এবং অরুণাচলের পাসিঘাট বিমানবন্দরে। যা হবে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। বায়ুসেনার এক কর্তা জানিয়েছেন, ছ’টি অসামরিক বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে।


আরও পড়ুন-প্রমোশন অন হুইল: এবার সিনেমার প্রচার আস্ত ট্রেন!
