Friday, January 16, 2026

জেএনইউর ছাত্রদের ইউনিয়ন রুমে তালা! ক্ষোভে ফুটছে পড়ুয়ারা

Date:

Share post:

একদিকে যখন দেশজুড়ে কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন শুরু হয়েছে, তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বাম জোটের ছাত্র সংসদের উপর গেরুয়া আক্রমণ চলার অভিযোগ তুলে সরব পড়ুয়ারা। নির্বাচনে গেরুয়া বাহিনী পর্যুদস্ত হওয়ার পর এবার জেএনইউ কর্তৃপক্ষ সংসদের ইউনিয়ান রুম কেড়ে নেওয়ার লক্ষ্যে নেমেছে বলে উঠল অভিযোগ। তবে পড়ুয়াদের প্রবল প্রতিরোধে ঘরে তালা দেওয়া তো দূরের কথা, ধার কাছে ঘেঁষতে পারেনি নিরাপত্তারক্ষীরা।

কিন্তু হঠাৎই জেএনইউ কর্তৃপক্ষের এ হেন আচরণ কেন? সাম্প্রতিক ভোটে বাম-জোট বিপুল ভোটে জয়ী হলেও তাদের সরকারিভাবে দায়িত্ব নিতে দেওয়া হয়নি। কারন হিসাবে বলা হয়েছে, লিংডো কমিশনের রিপোর্ট মানা হয়নি। যেহেতু বিষয়টি বিচারাধীন সেইহেতু নয়া ছাত্র সংসদ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কর্তৃপক্ষের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির অপব্যবহার হচ্ছে। বিজ্ঞপ্তি জারি হলে খুলে দেওয়া হবে সংসদ রুম। অভিযোগ, আসল উদ্দেশ্য ছলে-বলে-কৌশলে যেভাবেই হোক নির্বাচিতদের ক্ষমতা থেকে দূরে রাখা। আর তাই বুধবার সন্ধ্যায় সংসদ রুমে চাবি লাগাতে আসে নিরাপত্তারক্ষীরা। কিন্তু জমায়েত করা ছাত্রদের দেখে তাঁরা ফিরে যান।

সাম্প্রতিক ভোটে এসএফআই, এআইএসএফ,আইসা ও ডিএসএফ জোট ক্ষমতায় আসে। নব-নির্বাচিত ছাত্র সংসদের সভাপতি সাকেত মুন স্পষ্ট জানান, ঘর ছাড়ার প্রশ্নই নেই। আমাদের প্রতিরোধে ওরা ফিরে গিয়েছে। আমাদের অফিস বন্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই। এটা কারওর ব্যক্তিগত সম্পত্তি নয়। বিশ্ববিদ্যালয়ের আট হাজার পড়ুয়ার প্রতিনিধিত্ব করি আমরা। তাদের প্রতিদিনের জরুরি কাজ থাকে। সেই কাজ করার অধিকার শুধু আমাদেরই। শক্তি প্রদর্শন করলে প্রতিরোধ করতেও আমরা জানি। এসএফআই জানিয়েছে, আসলে গেরুয়ার দল ভোটে হেরে আমাদের ক্ষমতা থেকে দূরে রাখতে চাইছে। গণতান্ত্রিক পরিবেশ থাকুক ক্যাম্পাসে চাইছে না। এটা যে হবে না, তা আমরা বুঝিয়ে দিয়েছি। যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।

আরও পড়ুন-২৩শে শহরে নোবেলজয়ী দম্পতি

 

spot_img

Related articles

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...

মেডিক্যাল এমার্জেন্সিতে মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভশ্চর 

মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার (National Aeronautics and Space Administration) ইতিহাসে গত ২৫ বছরে যেটা ঘটেনি বৃহস্পতিবার সেটাই হল।...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মে পদোন্নতি। দেহে আঘাত হওয়ার যোগ। পুরনো বন্ধুসঙ্গে ব্যবসায়িক উন্নতি। বৃষ: পেশাদার চিকিৎসক, উকিল, সাহিত্যিক প্রমুখের শুভ সময়।...