Thursday, November 6, 2025

বৃদ্ধতন্ত্র খতম, সিপিএম রাজ্য কমিটিতে ঢালাও রদবদল

Date:

তরুণ নেতাদের সামনে আনার দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। লোকসভা ভোটের পর তা আরও জোরালো হয় আলিমুদ্দিনের অন্দরে। কিছুদিন আগে রাজ্য কমিটির খোলনলচে বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অবশেষে সেই ইঙ্গিত বাস্তবে পরিনত হতে চলেছে।

বৃহস্পতিবার সিপিএমের বৈঠকে সিদ্ধান্ত অনুসারে দলের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। উত্তর 24 পরগনার পলাশ দাস এবং কলকাতা জেলার কল্লোল মজুমদার। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।
রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন অলকেশ দাস, ময়ুখ বিশ্বাস, পরেশ পাল,সৈয়দ হোসেনের মতো তরুন প্রজন্মের একাধিক মুখ।
ওদিকে, রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে স্বেচ্ছাবসর নিলেন নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত, গৌতম দেব ও মানব মুখোপাধ্যায়। শরীর অসুস্থ থাকায় বেশকিছু দিন ধরেই সম্পাদকমন্ডলী থেকে সরে যেতে চাইছিলেন গৌতম দেব। বৃহস্পতিবারের বৈঠকে আরও একবার একই কথা জানান। একইসঙ্গে দাবি জানান, দলের সামনের সারিতে আনা হোক তরুন নতুন মুখ।

দলের ‘দু:সময়ে’ বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসাবে SFI-এর
তিন নেতা, সৃজন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস ও প্রতিকূর রহমান DYFI-এর দুই নেতা, মীনাক্ষি মুখোপাধ্যায় ও সর্বানিপ্রসাদ সাঁতরা রাজ‍্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন।

■ সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন:
দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।

উত্তর 24 পরগনার পলাশ দাস

কলকাতা জেলার কল্লোল মজুমদার।

■ সিপিএম রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন:
• পরেশ পাল,

• সৈয়দ হোসেন,

• অলকেশ দাস,

• ময়ূখ বিশ্বাস,

• সৃজন ভট্টাচার্য,

• প্রতিকূর রহমান,

• মীনাক্ষি মুখোপাধ্যায়

• সর্বানিপ্রসাদ সাঁতরা

■ সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য হলেন:
• অনাদি সাহু

• সুমিত দে

■ স্বেচ্ছাবসর নিলেন :

• গৌতম দেব

• মানব মুখোপাধ্যায়

• দীপক দাশগুপ্ত

• নৃপেন চৌধুরি

আলিমুদ্দিনের অন্দরের খবর, নতুন যাঁরা অন্তর্ভূক্ত হলেন, তাঁরা সকলেই গৌতম দেবের ঘনিষ্ঠ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version