কুকথার জেরে সায়ন্তনকে আইনি নোটিশ সেলিমের

বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপি সায়ন্তন বসুকে আইনি নোটিশ পাঠালেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে সেলিমকে ‘আইএসআই এজেন্ট’ বলে মন্তব্য করেন সায়ন্তন বসু। তার প্রেক্ষিতেই তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, à§§à§« দিনের মধ্যে সায়ন্তন ক্ষমা না চাইলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন সেলিম। এমনকী, মানহানির মামলা করারও কথাও বলেছেন প্রাক্তন সিপিএম সাংসদ।

আরও পড়ুন-দিল্লি চিড়িয়াখানায় মুখোমুখি মানুষ ও না-মানুষ