সমালোচনা গ্রহণ করি, নেতিবাচক, ধ্বংসাত্মক সমালোচনা নয়: মুখ্যমন্ত্রী

“আমি সব সময় সমালোচনা গ্রহণ করি। নেতিবাচক, ধ্বংসাত্মক সমালোচনা গ্রহণ করি না। ইতিবাচক সমালোচনা গ্রহণ করি“। বৃহস্পতিবার, নবান্ন সভাঘরে বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানে কারও নাম না করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দু’দিন আগেই কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিনের অনুষ্ঠানে সেই অভিযোগকেই কার্যত উড়িয়ে মমতা দাবি করেন, চার বছর ধরে যে ভাবে কার্নিভাল হচ্ছে তাতে তাক লেগে যাচ্ছে। তিনি জানান, ইউনেসকো এই কার্নিভালকে স্বীকৃতি দিয়েছে। একদিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব হবে বাংলার দুর্গাপুজো। আশাবাদী মুখ্যমন্ত্রী। আগামী বছরের পুজোর প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

সবাইকে সম্মান জানতে পেরে তিনি নিজে আনন্দিত বলেও মন্তব্য করেন মমতা। পুজোর মধ্যে দিয়ে অনেক মানুষের রোজগার হয়। একজনের সঙ্গে অন্যজনে সম্পর্ক তৈরি হয়। তাঁর মতে, বড় ক্লাবের থেকে ছোট ক্লাব কম যায় না। ছোট ক্লাব বলে দেখব না এটা হয় না।

আরও পড়ুন-সর্বনাশা অর্থনীতি, তাই চোখ ঘোরাতেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি: বিস্ফোরক নোবেলজয়ীর মা