ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। বিকেল ৪টে ৬ নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দেয় এক কিশোর। তার পরনে ছিল স্কুল ড্রেস, কাঁধে স্কুলব্যাগ। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৪টে ৬-এর ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ঝাঁপ দেয় ওই কিশোর। স্কুল থেকে ফেরার পথেই আত্মহত্যার চেষ্টা বলে অনুমান পুলিশের। তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। কী কারণে আত্মহত্যার চেষ্টা তা জানতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন – রাজ্যপাল আচার্য নয়, RSS প্রতিনিধির মতো আচরণ করছেন: যাদবপুরে বিস্ফোরক SFI