এবার পথে নজরদারিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

রাজ্যে এই প্রথম রাস্তায় নজরদারি চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ১-এ। পরে অ্যাকশন এরিয়া ২ ও ৩-এও শুরু হবে এই ব্যবস্থা। ১৩০ ডিগ্রি নজরদারির ক্ষমতা সম্পন্ন জিপিএস যুক্ত ক্যামেরা নজর রাখবে রাস্তার হাল সহ বিভিন্ন বিষয়ে। অক্ষাংশ-দ্রাঘিমাংশের নিরিখে সেই তথ্য সঞ্চিত রাখবে সার্ভার। ছবি পর্যালোচনা করে রাস্তার হাল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। রাস্তায় গর্ত, রাস্তার ধারে নির্মাণ সামগ্রী মজুত করা, বেআইনি দোকান- সবকিছুর উপরেই নজরদারি চালাবে এই ক্যামেরা। ফুটেজ দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য তথ্য ও প্রযুক্তি দফতরের এআই কমিটি স্টার্ট আপ হিসেবে এই প্রযুক্তি চালু করেছে।

আরও পড়ুন – দেবাঞ্জন-হত্যায় ভাড়াটে খুনি?