সুপার মডেল বেলা হাদিদই বিশ্বের সবথেকে সুন্দর মহিলা। গ্রিক গণিত অন্তত তেমনই বলছে। প্রাচীন গ্রিক পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি পিএইচআই স্ট্যান্ডার্ডস’-এর সূত্র ব্যবহার করে বিজ্ঞানীরা মুখের বিভিন্ন অংশের অবস্থানের অনুপাত নির্ধারণ করেছেন। সেই হিসেবেই বিশ্বের তামাম সুন্দরীকে টেক্কা দিয়েছেন বেলা হাদিদ। ২৩ বছরের ওই সুন্দরীর মুখের ৯৪.৩৫ শতাংশই নিখুঁত। পপ তারকা বিয়ন্স দ্বিতীয় স্থানে। তিন নম্বরে অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

আরও পড়ুন –মা লক্ষ্মীর কাছে সকলের ভাল থাকার প্রার্থনা করলেন এনা
