Monday, November 17, 2025

সিদ্ধার্থ-শতবর্ষ পালনের জন্য শনিবার বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেস

Date:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মশতবর্ষ পালন করতে চায় প্রদেশ কংগ্রেস। ওদিকে

মাঝে টানা বিচ্ছেদের পর কংগ্রেস ফের সিপিএমের সঙ্গে ‘সুখের সংসার’ পাততে চলেছে।সিদ্ধার্থশঙ্করকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আলিমুদ্দিন গোঁসা করতে পারে, এই ভাবনাও বিধান ভবন মাথায় রেখেছে।

তবে এই জন্মশতবর্ষ ঠিক কী ভাবে পালন করা হবে, তা চূড়ান্ত করতে বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেস। শনি ও রবিবার প্রদেশ কংগ্রেসের বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধার্থ-শতবর্ষ নিয়েও আলোচনা হবে।

1920 সালের 20 অক্টোবর কলকাতায় জন্মগ্রহন করেছিলেন সিদ্ধার্থশঙ্কর। বিতর্কিত 1972 -1977, এই পাঁচ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এই সময়কালেই রাজ্যে নকশাল অন্দোলন দমন করা হয়েছিলো যথেষ্ট বিতর্কিত পদ্ধতিতে। চার দশক পার হলেও রাজ্য রাজনীতিতে আজও বিতর্কিত সিদ্ধার্থশঙ্কর। আজও সিপিএম তথা বামেদের তোপের মুখেই আছেন সিদ্ধার্থশঙ্কর। তবে এটাও ঠিক, এ রাজ্যের রাজনৈতিক চালচিত্রে উল্লেখযোগ্য চরিত্র সিদ্ধার্থশঙ্কর। তাই তাঁর জন্মশতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। দলের একাংশ সেভাবে সাড়া না সিদ্ধার্থ-শতবর্ষ পালন করবে দল। শুধুই এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, সিদ্ধার্থশঙ্কর ছিলেন দেশের অন্যতম সেরা এক আইনজীবী। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতি, বিধানসভায় বিরোধী দলনেতা, পাঞ্জাবের রাজ্যপাল, আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত। 72-77-এর
সিদ্ধার্থ-মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই প্রয়াত। সেই সরকারেই রাজ্যের সর্বকনিষ্ঠ পুলিশ মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি এখন তৃণমূলে। বর্তমানে রাজ্যসভার সাংসদ, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী। প্রদীপবাবু ইতিমধ্যেই সিদ্ধার্থশঙ্করের বেলতলার বাড়িতে একটা মিউজিয়াম করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। ওই বাড়িতে বহু মূল্যবান বই আছে। আইনের অনেক প্রাচীন বই আছে। ওখানে একটা লাইব্রেরি তৈরি করা গেলেও খুব ভালো হয় বলে প্রদীপবাবু মুখ্যমন্ত্রীকে বলেছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেছেন, ‘শনি ও রবিবার আমাদের সাংগঠনিক বৈঠক আছে। সিদ্ধার্থশঙ্করের জন্মশতবর্ষ কী ভাবে পালন করা যায়, তা নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত,সিদ্ধার্থশঙ্করের আমলেই ভুষি-কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন সোমেন মিত্র।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version