বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

বেনজির। এই প্রথম কোনও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বৈঠকে যোগ দিতে এলেন। বাবুল সুপ্রিয়র ঘটনার পর ফের যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকর। বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে তিনি সভপতিত্ব করছেন। সকাল এগারোটায় সস্ত্রীক ঢুকে পড়েন রাজ্যপাল। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। গতকাল উপাচার্য সুরঞ্জন দাস তিন ছাত্র সংসদের প্রতিনিধিকে ডেকে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটানোর নির্দেশ দেন। তবে ছাত্র সংগঠন রাজ্যপালকে একটি ডেপুটেশন দিতে চায়। মূলত ১৯ সেপ্টেম্বরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা চাইবে তারা। শিক্ষক সংগঠন জুটাও আবেদন করেছে শান্তি বজায় রাখার জন্য। বৈঠকে ডিএসসি-ডিলিট প্রাপকদের নাম চূড়ান্ত করা হবে। এ বছর সমাবর্তনে সাম্মানিক ডিলিট দেওয়া হবে কবি শঙখ ঘোষ ও প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দরকে। সাম্মানিক ডিএসসি দেওয়া হবে আইএসআইয়ের অধিকর্তা সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও বিজ্ঞানী সিএনআর রাওকে। দেখার বিষয় এ নিয়ে রাজ্যপাল কোনও প্রশ্ন তোলেন কিনা।

আরও পড়ুন – রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ! চটে লাল রাজ্য

Previous article4 দিন পরে খনিতে উদ্ধার 3 যুবকের দেহ
Next articleরাজ্য পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল