4 দিন পরে খনিতে উদ্ধার 3 যুবকের দেহ

4 দিন পরে মিলল অবৈধ খনিতে আটকে থাকা তিন যুবকের দেহ। কুলটির অবৈধ খনিতে আটকে পড়েন ওই 3 যুবক। উদ্ধার কাজ নিয়ে প্রথম থেকেই অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশাসনের তরফে জানানো হয় খনির মুখ অত্যন্ত ছোট থাকায় এবং ভিতরে বিষাক্ত গ্যাস ভর্তি হওয়ায় উদ্ধারকাজ বাধা পাচ্ছে। অবশেষে বৃহস্পতিবার এনডিআরএফ নামে উদ্ধারকাজে। প্রথমে পাইপের সাহায্যে খনির ভিতর থেকে বিষাক্ত গ্যাস বের করা হয়। পরে খনির পাশে আলাদা সুড়ঙ্গ কেটে সেখান থেকে দেহগুলি বের করা হয়েছে।

আরও পড়ুন – বন্দি সুদীপ্ত সেনকে আরও জেরা সিবিআইয়ের