বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভুল করেই গুলি চলেছিল

ভুল করে গুলি চালিয়েছিল বাংলাদেশ বর্ডার পুলিশ (বিজিবি)। আর তাতেই ভারতীয় জওয়ান বিজয় ভান সিংয়ের মৃত্যু হয়েছিল, জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার তিনি এই স্বীকারোক্তির পর জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি কথা বলবেন। দু’দেশের সম্পর্কে যাতে কোনও প্রভাব না পড়ে তারজন্য সরকারি ক্ষেত্রে বাংলাদেশ উদ্যোগ নেবে। তিনি এও জানান, জলসীমা লঙ্ঘন করে আসা ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হলেও তাকে ছেড়ে দেওয়া হয়।

মুর্শিদাবাদ সীমান্তে ভারত-বাংলাদেশ ফ্ল্যাগ মার্চ চলাকালীন বিজিবি একে-৪৭ থেকে গুলি চালায়। জখম হন একজন। ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারের কারনেই শুরু হয়েছিল পারস্পরিক সঙ্ঘর্ষ। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে এই কারনে দু দেশের বৈঠকের কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন-ওদের জীবন হোক ম্যাজিকের মতো অভিনব

 

Previous articleওদের জীবন হোক ম্যাজিকের মতো অভিনব
Next articleতথ্য-প্রযুক্তি কর্মীর মৃত্যু নিয়ে যেখানে দানা বাঁধছে রহস্য