বলিউডে বোনেদের মস্তানি

বলিউডে এখন বোনেদের রাজত্ব, মস্তানি। সিনেমাপ্রেমীদের চোখ তাঁদের দিকে। একদিকে পূজা আর আলিয়া ভাট, অন্যদিকে পরিণীতি আর প্রিয়াঙ্কা।

‘সড়ক’ ছিল নয়ের দশকের জনপ্রিয় ছবি। পূজার পরিচালনায় ‘সড়ক টু’ তৈরি হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, নায়িকা আলিয়া। অন্যদিকে ইংরেজি ছবি ‘ফ্রোজেন’-এর সিক্যুয়াল আসছে হিন্দি ভার্সনে। এলসার লিপে শোনা যাবে পরিণীতি-প্রিয়াঙ্কার কণ্ঠস্বর। দুই ‘জোড়া বোন’-এর অনুভূতি নিজেরাই ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। চারজনেরই আশা আগামী প্রোজেক্ট দর্শকদের ভাল লাগবেই।