Sunday, November 16, 2025

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাট্য পরিচালক

Date:

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ প্রখ্যাত নাট্য পরিচালক বিরুদ্ধে সুদীপ্ত চট্টোপাধ্যায় বিরুদ্ধে। ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই পরিচালকের নাট্য দলের একসময়ের অভিনেত্রী। ঘটনায় ধর্ষনের মামলা দায়ের করে ফুলবাগান থানার পুলিশ। শনিবার পরিচালককে তোলা হবে শিয়ালদহ কোর্টে।

প্রসঙ্গত, “স্পেক্ট্যাক্টরস” নামে একটি নাটকের দল চালান সুদীপ্ত। তাঁর বাড়িতেই হয় দলের রিহার্সাল। তরুণী পোস্টে লিখেছেন, ঘটনার দিন ওই পরিচালক তাকে ডাকেন বাড়িতেই। বলা হয় মহড়ার কথা। কিন্তু গিয়ে কিছুটা অবাকই হন তিনি। দলের অন্য কোনও সদস্য নাকি তখন সেখানে ছিন না। ছিলেন না পরিচালকের স্ত্রীও। অভিযোগ, এই সময় ‘ডায়াফ্রাম ব্রিদিং টেকনিক’ শেখানোর নামে তাঁকে ধর্ষণ করা হয়। সেই সময় তাকে সংলাপ বলতে বাধ্য করা হয়। তিনি সেই সময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। ব্যাথায় কুঁকড়ে ওঠেন। তার অভিযোগ, পরে আবারো একই চেষ্টা করেন ওই পরিচালক। তখন তিনি দৃঢ়তার সঙ্গে “না” বলেন। তখন ওই পরিচালক পিছিয়ে যান।

ওই অভিনেত্রী জানিয়েছেন, ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তিনি হোয়াটসঅ্যাপ এ ঘটনার প্রতিবাদ করে জানান ওই পরিচালককে। ঘটনার কথা জানতে পারেন ওই পরিচালকের স্ত্রীও।

একটি কলেজের মিডিয়া সায়েন্সের অধ্যাপনা করতেন এই পরিচালক। সেখানকার ছাত্রী অভিনেত্রী। তিনি গত ১৪ অক্টোবর পুরো ঘটনার কথা লিখিতভাবে কলেজে জানান। পরের দিনই ওই পরিচালক পদত্যাগ করেন। গতকাল ওই কলেজের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে কলেজের তরফেই জানিয়ে দেওয়া হয় পদত্যাগ করেছেন অভিযুক্ত।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version