Friday, November 14, 2025

মোবাইলে লাকি ড্রয়ের প্রলোভনে পা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা

Date:

অনলাইনে ফের প্রতারণার শিকার এক দম্পতি। একটি অ্যাপে লাকি ড্রয়ের নাম করে দত্তপুকুরের ওই দম্পতির অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হাতিয়ে নিল প্রতারকরা। তাঁদের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ ৬৭ হাজার টাকা খোয়া গিয়েছে। ওই দম্পতি দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন। বারাসতের সাইবার থানায় কেসটি পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের বাসিন্দা সৌরভ হালদার ও অনামিকা হালদার গত ১৬ অক্টোবর মোবাইলে লাকি ড্রয়ের একটি মেসেজ পান। তাতে বলা হয়, তাঁরা একটি টাটা সাফারি গাড়ি জিতেছেন। পরের দিন সকালে সৌরভবাবুর মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। বলা হয়, সাড়ে তিন হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালে নতুন গাড়ি পেয়ে যাবেন। হালদার দম্পতি এই কথায় বিশ্বাস করেননি।

শুরুতে প্রলোভনে কোনও কাজ না হওয়ায়, প্রতারকরা জানায় গাড়ি না নিলে নগদ ১২ লক্ষ ৭৬ হাজার টাকা পেয়ে যাবেন ওই দম্পতি। এর জন্য শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাঙ্কের আইএফসি কোড প্রয়োজন। যেহেতু কোনও পিন নম্বর চাইছে না, সেকারণে শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড দিয়ে দেন দম্পতি। এরপর তাঁরা দেখেন ধাপে ধাপে তাঁদের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়েছে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version