Friday, November 14, 2025

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, সর্বোচ্চ চাহিদা মিটিয়ে রেকর্ড রাজ্যের

Date:

হাঁসফাঁস গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বিদ্যুতের চাহিদা লাফিয়ে বাড়ছে। রাজ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটায় রাজ্য বিদ্যুৎ (Electricity) বণ্টন সংস্থার অধীনে থাকা এলাকায় বিদ্যুতের চাহিদা ১০ হাজার ৯০ মেগাওয়াটে পৌঁছে যায়। চলতি মরসুমে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলে বিদ্যুৎ দফতরের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে।

সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২ হাজার ৫০৭ মেগাওয়াট। বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সপ্তাহে দু-বার বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

গত বছর ১৬ জুন রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ১০ হাজার ৫০৭ মেগাওয়াট। যা স্বাধীনতা পরবর্তীকালে সর্বাধিক। তবে চলতি বছর এপ্রিলেই সেই রেকর্ড ছোঁয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। বিদ্যুৎ দফতরের মতে, এপ্রিলেই যখন চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়াচ্ছে, তখন মে-জুনে তা ১১ হাজার ছুঁয়ে যেতে পারে। তবু এখনও পর্যন্ত সরবরাহে কোনও ঘাটতি নেই। বিদ্যুতের এই বেড়ে চলা চাহিদা সামলাতে রাজ্য সরকার সক্রিয়। বিদ্যুৎ সচিব ও দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সপ্তাহে দু’বার বৈঠক করছেন বিদ্যুৎমন্ত্রী। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ (Electricity) সরবরাহ বজায় রাখাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলার লোড ম্যানেজমেন্টে নজর রাখা হচ্ছে। কোথাও যাতে ওভারলোডিং বা বিচ্ছিন্নতা না ঘটে, তা নিয়মিত মনিটর করা হচ্ছে।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version