পহেলগামে মর্মান্তিক ঘটনা, ডিএইচএফসির ভিক্ট্রি মার্চ স্থগিতের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পহেলগামে(Pahalgam) নৃশংস জঙ্গী হানা। প্রাণ হারিয়েছেন সাধারণ পর্যটকরা। সেই মর্ণান্তিক ঘটনায় শোক প্রকাশ আগেই করেছে ডায়মন্ড হারবার এফসি(DHFC)। এবার একটু নতুন সিদ্ধান্ত নিল তারা। শ্রদ্ধার্ঘের জন্য আইলিগ-২ চ্যাম্পিয়ন হওয়ার পর ভিক্ট্রি মার্চ অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিলেন ডায়মন্ড হারবার এফসির(DHFC) চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ২৭ এপ্রিল হওয়ার কথা ছিল তাদের আইলিগ-২(I league 2) চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভিক্ট্রি মার্চ(Victory March)। কিন্তু তা স্থগিত করারই সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়ে এবারই আইলিগের মঞ্চে যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। নতুন মরসুমে তারা খেলবেন আইলিগ। ভারতীয় ফুটবলে যেন রুপকথার মতো এগিয়ে চলেছে তারা। কয়েকদিন আগেই সরকারীভাবে আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারই সেলিব্রেশনের প্রস্তুতি চলছিল। কিন্তু এর মধ্যেই কাশ্মীরে ভয়াবহ ঘটনা।

জঙ্গীদের গুলিতে প্রাণ গিয়েছে বহু সাধারণ পর্যটকের। এমন পরিস্থিতিতে নিজেদের সেলিব্রেশন না করারই সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ড হারবার এফসির(DHFC) চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দেওয়া হয়েছে সেই কথা।

সোশ্যাল মিডিয়াতে ডায়মন্ড হারবার এফসির তরফে ঘোষণা করা হয়, “আইলিগ ২ চ্যাম্পিয়ন এবং আইলিগে যোগ্যতা অর্জন। এমন একটা ঐতিহাসিক সাফল্যের সেলিব্রেশনের জন্য আগামী ২৭ এপ্রিল ভিক্ট্রি মার্চের আয়োজন করেছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু পহেলগামে এমন মর্মান্তিক ঘটনার পরই আমাদের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্ট কালের জন্য সেই ভিক্ট্রি মার্চ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন”।

আইলিগ-২ এর মঞ্চে দুরন্ত ফর্মে ছিল ডায়মন্ড হারবার এফসি। মাত্র তিন বছরের মধ্যেই সিএফএল থেকে আইলিগে পৌঁছে গিয়েছে তারা। তবে তাদের লক্ষ্য আইএসএল।