শহরে অস্বাভাবিক মৃত্যু এক বিদেশি পর্যটকের

প্রতীকী ছবি

শহরে বেড়াতে এসে প্রাণ গেল এক বিদেশি পর্যটকের। শনিবার সকালে যোধপুর পার্কের একটি গেস্ট হাউসে হেলেন মারিয়া (৬৯) নামে ওই মহিলার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, স্পেন থেকে গত ৬ অক্টোবর ভারতে আসেন হেলেন-সহ মোট ছয় বিদেশি পর্যটক।

গতকাল রাতে ওই গেস্ট হাউসে হেলেন মদ্যপান করেন বলে দলের অন্য সদস্যরা জানিয়েছেন। এদিন সকালে তাঁকে সোফায় পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় লেক থানায়। পুলিশ গিয়ে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয়। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।